আপনার কিছু প্রশ্ন এবং আমাদের উত্তর
আপনাদের কোর্স গুলো কি রেকর্ডেড নাকি লাইভ ??
উত্তর: আমাদের সকল ক্লাস প্রি-রেকর্ডেড এবং আমাদের নিজস্ব স্টুডিওতে হাই কোয়ালিটি মাইক ও ক্যামেরা দ্বারা রেকর্ড করা।
আমাদের কনটেন গুলো একদম বেসিক থেকে খুবই এ্যাডভান্স লেভেল পর্যন্ত স্পষ্ট বাংলা ভাষায় ছোট ছোট কনটেন আকারে
বোধগম্য করে তৈরি করা হয়েছে তাই আমাদের কোন কোর্স করলে আপনাকে সেই কোর্সের আর অন্যে কোথাও থেকে আর
কোর্স করতে হবে না ইনশাআল্লাহ।
আমাদের লক্ষ গতানোগতিক মার্কেটে চলা সকল কোর্স থেকে একটু আলাদা ভাবে কিছু করা যেখানে স্টুডেন্টদের হাই কোয়ালিটি
বোধগম্য লেসন প্রভাইড করা এবং স্টুডেন্ট দের বোরিং ভাব দূরে রাখতে ছোট্ট ছোট্ট লেসন এর মাধ্যমে তাদেরকে একটি
কোয়ালিটি স্কিল অর্জন করতে সাহায্য করা। আমরা চাইলেই লাইভ ক্লাস নিতে পারতাম, কিন্তু লাইভ ক্লাসের অনেকগুলো বাজে
দিক রয়েছে, যেমন – ক্লাসের ডিউরেশন অনেক বেশি হওয়া, ক্লাসের কোয়ালিটি বাজে হওয়া, স্টুডেন্ট দের এটেন্ডেন্স ঠিকমত
না হওয়া, একই ক্লাস পুনরায় রিপিট করতে না পারা ব্যস্ততার মধ্যে সবসময় লাইভ ক্লাসে উপস্থিত না থাকতে পারা আরো
অনেক অনেক কিছু কিন্তু রেকর্ডেড ক্লাসে আমরা চাইলেই কোয়ালিটি বজায় রেখে শর্ট শর্ট লেসন এর মাধ্যমেই একজন স্টুডেন্ট
কে তার স্কিল সহজেই শিখিয়ে ফেলতে পারবো।
একটি কোর্স সম্পূর্ন করতে প্রতিদিন কতক্ষন সময় দিতে হবে ??
উত্তর: এই প্রশ্নের উত্তর পুরটাই নির্ভর করবে আপনার ডেডিকেশন এর উপর তবে একটি জিনিস সবসময় মনে রাখবেন , কোনো
স্কিলে ১ – ২ সপ্তাহর ভিডিও দেখলেই শিখে ফেলা যায় না, একটি কোর্স ভালো ভাবে আয়ত্ব করতে হলে আপনাকে প্রতিটা লেসন
মনোযোগ সহকারে প্রাক্টিস করতে হবে এবং প্রেক্টিস যত ভালো হবে, আপনি ততই ভালোভাবে একটি স্কিল আয়ত্ত করতে পারবেন
তাই কত সময় লাগবে সেটি আপনার উপর
কোর্স করার সময় আমি কোনো সমস্যায় পরলে আমি সাহায্য কিভাবে পাবো ??
উত্তর: আমাদের গ্রুপে বিস্তারিত লিখে পোস্ট করতে হবে
কোর্স গুলো কি মোবাইল দিয়ে করা যাবে ??
উত্তর: জি ইন্টারনেট সংযোগ থাকলে মোবাইল, কম্পিউটার, ল্যাপটপে করা যাবে
কোর্স শেষ করার পর কি আমি ইনকাম করতে পারবো ??
উত্তর: এটি সম্পূর্ন আপনার প্রাক্টিস, ডেডিকেশন, লেগে থাকা, ফোকাস থাকা এবং পরিশ্রমের উপর নির্ভর করে। আপনি এটি সঠিক ভাবে করতে পারলে অব্যশই পারবেন। আর যদি আমাদের মটিবেশন কোর্স টি করেনিন তাহলে আসা করা যায় আপনার ফোকাস ডেডিকেশন সিরিয়াসনেস চলে আসবে এবং আপনি লেগে থেকে সাকসেস হতে পারবেন ইনশাআল্লাহ
একজন নতুন স্টুডেন্ট হিসেবে আমি কোন কোর্সটি করবো ??
উত্তর: আমাদের এ্যাডভান্স জব কোর্সটি করুন সেখানে ১ এর ভিতর সব কিছু শিখে যাবেন। সরকারি বেসরকারি চাকুরি ছোট ব্যবসা পরিচালনা, ব্যবসায়িক সফটওয়্যার পরিচালনা সহ কম্পিউটারের সফটওয়ার হাডওয়্যার সম্পর্কে বেসিক ধারণা বা ফ্রিল্যান্সিং করার আগে যে বেসিক দক্ষতার প্রয়োজন দরকার সব কিছুই পেয়ে যাবেন এই কোর্সে । বলতে পারেন আমরা আপনাকে একজন আইটি স্পেশাল করার জন্য কোর্স টি তৈরি করেছি।তাই একদম নতুন হয়ে থাকলে আপনি এই কোর্সটি করতে পারেন
কোর্স করার জন্য আমার কি কি আগে থেকে জানা লাগবে ??
উত্তর: যদি একদম নতুন হয়ে থাকেন তাহলে আমাদের এ্যাডভান্স জব কোর্স করতে হবে আর পুরাতন হলে বা মিনিমাম বেসিক ধারনা থাকলে আপনি আমাদের কোর্স আউটলাইন পড়লেই বা ভিডিও দেখলেই বুঝতে পারবেন আপনি সেটি পারবেন কিনা
কোর্স করার পর কি সাটিফিকেট দেওয়া হবে ??
উত্তর: জি আমাদের অফিস এবং গ্রাফিক্স কোর্সে ৩মাস ৬মাস ও ১বছরের সরকারি সার্টিফিকেট প্রদান করা হবে এবং অন্য কোর্সে প্রাতিষ্ঠানিক সার্টিফিকেট প্রদান করা হয়।
আপনাদের এইখান থেকে কোর্স কিভাবে কিনবো ??
উত্তর: কোর্স কেনার জন্য এই ভিডিওটি দেখুন লিংকে ক্লিক করুন:
আপনাদের সাথে অনলাইন/অফলাইনে কিভাবে যোগাযোগ করবো ??
উত্তর: আমাদের ওয়েবসাইটির নিচে সকল তথ্যদেয়া রয়েছে আপনি চাইলে আমাদের অফিসে চলে আসতে পারেন
উত্তর: জি আমাদের সাথে google mets বা ভিডিও কলে সার্পোট নিতে পারবেন
যেকোনো কোর্স করার পর আমি কতদিন পর্যন্ত কোর্সটিতে একসেস নিতে পারবো ??
উত্তর: কোর্স অনুযায়ী এর ডিওরেশন দেয়া থাকবে
আমার কম্পিউটার সম্পর্কে হালকা ধারনা আছে ! আমি ক্ষেত্র কোন কোর্সটি ভালো হবে ??
উত্তর: আমাদের ফ্রি কোর্সটি করুন কোর্স লিং: